Last Updated: May 28, 2012 00:13

আইপিএল ট্রফি জিতল কেকেআর। রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল তারা। চেন্নাইএর ১৯১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরলেন কেকেআর অধিনায়ক গম্ভীরকে। মাত্র তিন রানেই কেকেআর ইনিংসের প্রথম উইকেটটি তুলে নিলেন হিলফেনহাউস। কিন্তু বিসলা আর কালিসের অনবদ্য পার্টনারশিপ নাইটদের প্রথম আইপিএল খেতাব এনে দেয়। বিসলা ৮৯ রানে আউট হন। কালিসের ব্যক্তিগত রান ৬৯। দু`বল বাকি থাকতেই মনোজ তিওয়াড়ির বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়।
এদিন টসেও জেতেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুরলি বিজয় এবং মাইকেল হাসি ওপেনিং জুটিতে ৮৭ রান তুলে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেয় চেন্নাইকে। বিজয় ৪২ রানে আউট হন। এরপর সুরেশ রায়নার ঝোড়ো ব্যাটিং বেকায়দায় ফেলে দেয় কেকেআরকে। মাইকেল হাসি ৫৪ রানে ও ইনিংসের শেষ বলে রায়না ৭৩ রানে আউট হন। চেন্নাই ২০ ওভারে ৩ উইকেটে ১৯০ রান তোলে।
First Published: Monday, May 28, 2012, 00:15