চ্যাম্পিয়ান কেকেআর - Latest News on চ্যাম্পিয়ান কেকেআর| Breaking News in Bengali on 24ghanta.com
চ্যাম্পিয়ন কেকেআর

চ্যাম্পিয়ন কেকেআর

Last Updated: Monday, May 28, 2012, 00:13

আইপিএল ট্রফি জিতল কেকেআর। রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল তারা। চেন্নাইএর ১৯১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরলেন কেকেআর অধিনায়ক গম্ভীরকে। কিন্তু বিসলা আর কালিসের অনবদ্য পার্টনারশিপ নাইটদের প্রথম আইপিএল খেতাব এনে দেয়।