Last Updated: May 23, 2014 21:56

ইউরোপিয়ান ফুটবলের উনষাট বছরের ইতিহাসে যা হয়নি, তা শনিবার হতে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগে অল মাদ্রিদ ফাইনাল। মানে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে উতপ্ত মাদ্রিদ শহর। উত্তেজনার পারদ এতটা যে বিশ্বকাপের কথাই ভুলে গেছে মাদ্রিদবাসী।
ম্যাচটা যেখানে হবে সেই লিসবন শহরেও উত্তেজনার আঁচ লেগেছে। ম্যাচের আগে ভিন্ন মেজাজে দুই শিবির। দিয়েগো কোস্টা এবং আরদা তুরান চোট সারিয়ে ফিরে আসায় চাপহীন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমেওন। অ্যাটলেটোর টপ স্কোরার কোস্টা এবং তুরান দুজনেই বার্সেলোনার বিরুদ্ধে লা লিগা ফাইনালে চোট পান। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেন কোস্টারা। অন্যদিকে ম্যাচের আগে একটু চিন্তিত রিয়াল মাদ্রিদ শিবির। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট। তবে ফাইনালে তিনি খেলবেন বলে সমর্থকদের আশ্বস্থ করেছেন স্বয়ং ফিফার বর্ষসেরা এই ফুটবলার। শনিবার রিয়াল মাদ্রিদ জিতলে দশবার চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের সুযোগ অ্যাটলেটিকোর সামনে।
First Published: Friday, May 23, 2014, 21:56