Last Updated: Saturday, July 5, 2014, 09:43
শনিবার রাতে বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বেলজিয়াম। ব্রাসিলিয়ার এসতাদিও ন্যাসিওনলে ফের লেওনেল মেসির দিকে তাকিয়ে সাবেয়া ব্রিগেড। অন্যদিকে টিম গেমই ভরসা বেলজিয়ামের। লাতিন আমেরিকা বনাম ইউরোপের লড়াই ফুটবল বিশ্বের নজর সেই মেসির দিকে। শনিবার বিশ্বকাপের শেষ আটের ম্যাচে ইউরোপ বনাম লাতিন আমেরিকা লড়াই। ব্রাসিলিয়ায় মুখোমুখি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা ও ডার্ক হর্স বেলজিয়াম। শেষ দুটো বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল মারাদোনার দেশকে।