বৃষ্টিতে ধোনিদের শেষ চারের ম্যাচ নিয়ে সংশয়

বৃষ্টি ভেজা কার্ডিফে ভুবনদের বোলিংয়ে কাঁদছে শ্রীলঙ্কা

বৃষ্টি ভেজা কার্ডিফে ভুবনদের বোলিংয়ে কাঁদছে শ্রীলঙ্কাচ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুটা দারুণ করল ভারত। বৃষ্টি ভেজা কার্ডিফের পিচে ভারতীয় পেসাররা বেশ চাপে রেখেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। প্রথম ১৫ ওভারে লঙ্কার ব্যাটিংয়ের যা হাল তাতে শেষের দিকে খুব বেশি মার না খেলে রান ধোনিদের নিয়ন্ত্রণে থাকবে।
 দ্বিতীয় সেমিফাইনালে ভারত টসে জিতে বল করছে। ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে যান শ্রীলঙ্কান ওপেনার কুসল পেরারা (৪)। উইকেটটি পান ভুবনেশ্বর কুমার। ইশান্ত শর্মা ১৫ ওভারের মাথায় আরও একটি উইকেট পান। থিরিমানকে ৭ রানে আউট করেন।








First Published: Thursday, June 20, 2013, 16:52


comments powered by Disqus