Last Updated: Wednesday, July 3, 2013, 10:07
দেশের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচটা খারাপ হল বিরাট কোহলির। ত্রিদেশীয় শ্রীলঙ্কার কাছে জঘন্য হারের মুখে পড়তে হল ভারতকে। অ্যাঞ্জেলো ম্যাথেউজ-এর দলের কাছে ১৬১ রানে হারের পর ত্রিদেশীয় সিরিজ ভারতের কাছে এখন কার্যত নক আউট হয়ে দাঁড়াল। প্রথম ওয়েস্ট ইন্ডিজ, তারপর শ্রীলঙ্কা। পরপর দুটো ম্যাচ হারায় চলতি ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার ভারতের কাছে একটাই শর্ত পরের দুটো ম্যাচে বিরাট জয়।