প্রাকটিস ম্যাচে অজিদের ধুয়েদিল ধোনিরা

প্রাকটিস ম্যাচে অজিদের ধুয়ে দিল ধোনিরা

প্রাকটিস ম্যাচে অজিদের ধুয়ে দিল ধোনিরাপ্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় ভারতের। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ২৪৩ রানে হারাল অস্ট্রেলিয়াকে। ভারতের রান ৬ উইকেটে ৩০৮। খেলা শেষে অপরাজিত দীনেশ কার্তিক। ধোনি ৯১ রান করেছেন। ৬৫ রানে অল আউট অজি বাহিনী। উমেশ যাদব ৫ উইকেট পেয়েছেন।

অবিশ্বাস্য এই জয়ে অনেকটাই আত্মবিশ্বাসে ভারতীয় শিবির। সোয়ালেক স্টেডিয়ামে জয় বেটিংয়ে বিধস্ত ভারতীয় ক্রিকেটকে নতুন প্রাণ দিল সেটা বলাই যায়। উমেশ যাদবের দুরন্ত বল ১৮ রানে ৫টি উইকেট নেয়। ধোনি বাহিনীর ধুরন্ধরদের সামনে মাত্র ২৩.৩ ওভার ক্রিজে টিকেছিল ক্যাঙারুরা।






First Published: Wednesday, June 5, 2013, 07:54


comments powered by Disqus