Last Updated: Tuesday, June 4, 2013, 22:43
প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় ভারতের। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ২৪৩ রানে হারাল অস্ট্রেলিয়াকে। ভারতের রান ৬ উইকেটে ৩০৮। খেলা শেষে অপরাজিত দীনেশ কার্তিক। ধোনি ৯১ রান করেছেন। ৬৫ রানে অল আউট অজি বাহিনী। উমেশ যাসব ৫ উইকেট পয়েছেন।