Last Updated: January 4, 2014 20:24

সাধারণ নির্বাচনের আগের দিন রাজনৈতিক হিংসায় জ্বলছে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে এই নির্বাচন বয়কট করেছে বিরোধী বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের জোট। ফলে ৩০০ আসনের বাংলাদেশ সংসদের ১৫৩টি আসনে ফলাফল এখনই ঘোষিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ১৫০টি আসনে জিতে গেছে আওয়ামি লিগ। ভোট হবে বাকি ১৪৭টি কেন্দ্রে।
যদিও, তা শেষ পর্যন্ত হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভোট আটকাতে সোমবার সকাল ছটা পর্যন্ত হরতাল ডেকেছে বিরোধী জোট। শনিবার সকালে নাটোর স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বনধ সমর্থকরা। লক্ষ্মীপুর, পিরোজপুর, রাজশাহী, সিলেট, ঝিনাইদহ, নাটোর, সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবেড়িয়ার ২৪টি ভোটগ্রহণ কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বনধ সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষী ও আওয়ামি লিগ কর্মীদের সংঘর্ষের খবর মিলেছে।
First Published: Saturday, January 4, 2014, 20:24