Last Updated: September 9, 2012 19:16
রবিবার সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক। ৬৭ টি আসনে সকাল থেকে ভোট শুরু হয়। পুলিসের সামনেই ভোটকেন্দ্রে ঢুকে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা বাম কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাম নেতারা।
খারুইগঠরা কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছিল স্থানীয় রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে ভোটার ও দলীয় কর্মীদের মারধর, বাড়ি ও ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ করছিলেন বাম সমর্থকরা। এদিন পুলিসের মদতেই তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ করেছেন বাম কর্মীরা। প্রতিবাদে সমবায় সমিতির ভোট বয়কট করেছেন বাম প্রার্থীরা। যদিও, স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
First Published: Sunday, September 9, 2012, 19:16