Last Updated: Monday, March 17, 2014, 19:41
একমঞ্চে বলিউডের সুপারস্টার দেব ও স্বর্ণযুগের নায়িকা সন্ধ্যা রায়। না, নতুন কোনও সিনেমার জুটি নয়। আগামিকাল পশ্চিম মেদিনীপুরে অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় দুই তারকা প্রার্থীকে নিয়েই ভোট যুদ্ধের দামামা বাজাতে চলেছে তৃণমূল। ভোট প্রচারের সূচনাতেই একমঞ্চে হাজির করা হচ্ছে দুই তারকা প্রার্থীকে। কর্মীসভা সফল করতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। আজই চন্দ্রকোনা প্রয়াগ ফিল্ম সিটিতে দেব পৌছে যাচ্ছেন বলে খবর।