Last Updated: November 8, 2013 20:10

প্রায় সাত মাস পর সারদা কেলেঙ্কারির চার্জ গঠন করল পুলিস। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার মামলা সমেত বিশ্বাস ভঙ্গ ,ষড়যন্ত্র ও চারশ নয় ধারায় চার্জ গঠন করা হয়েছে। সারদার অন্যতম আধিকারিক দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে।
তবে দেবযানীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের চার্জ গঠন করা হয়নি। যদিও সরকারি আইনজীবী চারশ ছয় ধরায় অর্থাত্ বিশ্বাসভঙ্গের চার্জ গঠনের সপক্ষে আবেদন জানান, যা আদালত নাকচ করেছে। তবে সারদা কেলেঙ্কারিতে যে চার্জ গঠন করা হয়েছে তা সবকটিই ফৌজদারি মামলা। এই মামলা সম্পত্তি গ্রহণের কোনও ব্যবস্থাই নেই।
First Published: Friday, November 8, 2013, 20:10