Last Updated: Friday, November 8, 2013, 20:10
প্রায় সাত মাস পর সারদা কেলেঙ্কারির চার্জ গঠন করল পুলিস। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার মামলা সমেত বিশ্বাস ভঙ্গ ,ষড়যন্ত্র ও চারশ নয় ধারায় চার্জ গঠন করা হয়েছে। সারদার অন্যতম আধিকারিক দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে।