সারদা কাণ্ডে চার্জশিট পেশ

সারদা কাণ্ডে চার্জশিট পেশ

সারদা কাণ্ডে চার্জশিট পেশ সারদা কাণ্ডে রবিবার বারুইপুর আদালতে চার্জশিট জমা দিল বারুইপুর থানার পুলিস। সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, অরবিন্দ সিং চৌহান সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে নাম রয়েছে বারুইপুরে সারদার ডিভিশনাল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার সত্যজিত বসু, উত্তম মাইতি, অনিরুদ্ধ দাস ওরফে জুম্বা এবং বিশ্বনাথ দাস ওরফে বাপিরও।

অভিযুক্ত ৮ জনের মধ্যে বাপি এখনও ফেরার। আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় ওই চার্জশিট জমা দিয়েছে পুলিস। আগামিকাল বারুইপুর আদালতে এসিজেএমের এজলাসে আঠারোশো পাতার চার্জশিটের নথি পেশ করা হবে। 

First Published: Sunday, June 23, 2013, 23:23


comments powered by Disqus