Last Updated: June 26, 2014 20:07
ছাত্র পরিষদ ও টিএমসিপির সমর্থকদের সংঘর্ষ। আর তার জেরেই ভর্তির জন্য কাউন্সেলিং বন্ধ হয়ে গেল বহরমপুর কলেজে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, টিএমসিপি সমর্থকেরা দলবল নিয়ে ঢুকে পড়ে কাউন্সেলিংয়ের মধ্যেই। বাধা দেয় ছাত্র পরিষদের সমর্থকেরা। এরপরেই সংঘর্ষ বেধে যায় দুপক্ষের মধ্যে। অবস্থা সামাল দিতে নামানো হয় RAF। এরপরেই বন্ধ হয়ে যায় কাউন্সেলিং। কাউন্সেলিং ঘিরে রণক্ষেত্রে বহরমপুর কলেজ।
সকাল দশটা থেকে শুরু হয় কাউন্সেলিং । কাউন্সেলিং চলার সময় বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অভিযোগ খোদ কলেজেরই অধ্যক্ষের।
এরপরেই ছাত্র পরিষদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় টিএমসিপির।পুলিসের ভূমিকা ছিল নেহাতই দর্শকের, অভিযোগ কলেজ কর্তৃপক্ষের।
দুপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় কাউন্সেলিং প্রক্রিয়া।
বেশকয়েকদিন ধরেই ভর্তি নিয়ে উত্তপ্ত বহরম কলেজ। টিএমসিপি ও ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কলেজ চত্বর। বৃহস্পতিবার সেই ঘটনাই চরম আকার নিল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কাউন্সেলিং প্রক্রিয়া।
First Published: Thursday, June 26, 2014, 20:07