Last Updated: Thursday, June 26, 2014, 20:07
ছাত্র পরিষদ ও টিএমসিপির সমর্থকদের সংঘর্ষ। আর তার জেরেই ভর্তির জন্য কাউন্সেলিং বন্ধ হয়ে গেল বহরমপুর কলেজে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, টিএমসিপি সমর্থকেরা দলবল নিয়ে ঢুকে পড়ে কাউন্সেলিংয়ের মধ্যেই। বাধা দেয় ছাত্র পরিষদের সমর্থকেরা। এরপরেই সংঘর্ষ বেধে যায় দুপক্ষের মধ্যে। অবস্থা সামাল দিতে নামানো হয় RAF। এরপরেই বন্ধ হয়ে যায় কাউন্সেলিং। কাউন্সেলিং ঘিরে রণক্ষেত্রে বহরমপুর কলেজ।