Last Updated: November 19, 2013 11:59

সরকারি সুযোগসুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক হবে কেন? এনিয়ে কেন্দ্রকে ফের নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে আজ সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের হয়েছে। রান্নার গ্যাসে ভর্তুকি পেতে হলে ইতিমধ্যেই আধার কার্ড বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র।
এনিয়ে আগেও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। নিজের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানায়, "কোনও সরকারি সুবিধা পেতে হলে আধার কার্ড বাধ্যতামূলক নয়।" এবার ফের একই প্রশ্ন তুলে কেন্দ্রকে নোটিস পাঠানো হল। আধার কার্ড বাধ্যতামূলক করা হলেও এখনও পর্যন্ত বহু মানুষের হাতে পৌঁছয়নি এই কার্ড।
চিট ফান্ডের রমরমা আটকাতে কী ব্যবস্থা নেওয়া উচিত? কীভাবে এগুলিকে নিয়ন্ত্রণ করা যায়, তারই পথ খুঁজতে এবার কেন্দ্রীয় সরকার, আরবিআই, সেবিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া আরও সহজ-সরল করা জরুরি। তাহলে বহু সাধারণ মানুষ চিটফান্ডের খপ্পর থেকে রক্ষা পাবেন।
আজ সুপ্রিম কোর্টে সারদাকাণ্ড নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে আবেদনকারীদের তরফে এই বক্তব্য পেশ করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। হিউম্যানিটি নামে ওই সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি পি সদাশিবমের এজলাসে।
সারদার মতো চিট ফান্ডগুলির রমরমা আটকাতে একটি নির্দিষ্ট মনিটরিং এজেন্সি গঠন করার আবেদন জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। দাবি তোলা হয়েছে সারদাকাণ্ডে সিবিআই তদন্তেরও। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
First Published: Tuesday, November 19, 2013, 13:56