Last Updated: May 4, 2013 17:55

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংসই। এমনই ভবিষ্যত্বাণী করলেন কেভিন পিটারসেন। পিটারসেন বললেন, চেন্নাই সুপার কিংস দারুণ দল , তার ওপর আবার টি২০ তে সেরা ধোনির মত সেরা অধিনায়ক আছে সিএসকে`তে।
আর তাই শেষ পর্যন্ত ধোনিরাই খেতাব জিতবে বলে জানিয়ে দিলেন দিল্লি ডেয়ারডেভিলসের এই ব্রিটিশ তারকা ব্যাটসম্যান।
আইপিএল সিক্সে ইতিমধ্যেই প্লে অফে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। ১১ টা ম্যাচের মধ্যে ৯টাতেই জিতেছেন ধোনিরা। ধোনিদের এই সাফল্যের পিছনে তিনটে কারণ তুলে ধরলেন পিটারসেন। বললেন, অশ্বিন, জাদেজাদের মত স্পিনার থাকা, রায়না, ধোনির মত ম্যাচ উইনার, আর মাইকেল হাসির দুরন্ত ব্যাটিংয়ের জন্য এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে আটকানো যাচ্ছে না।
ধোনিদের প্রশংসায় `ফুল` ফুটিয়ে দেওয়া পিটারসেন শাহরুখ খানের দলকে `কাঁটা` দিলেন। পিটারসেন বলেন, এবারের আইপিএলে তাঁকে সবচেয়ে বেশি হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরদের দেখে জেতার কোনও ইচ্ছায় নেই বলে মনে হয়েছে পিটারসেনের। চোট থাকায় একটা ম্যাচেও খেলতে পারেননি পিটারসেন। এতে তিনি খুব হতাশ বলে জানালেন।
First Published: Saturday, May 4, 2013, 17:55