Last Updated: Sunday, November 25, 2012, 12:32
ওয়াংখেড়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুধুই কেভিন পিটারসনের। কেপির দাপুটে ১৮৬ রানের সৌজন্যে ব্রিটিশদের প্রথম ইনিংস শেষ হল ৪১৩ রানে। ওঝার বলে আউট হয়ে গিয়ে পিটারসন যখন ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের স্কোর তখন ৩৮৩। ধোনি বাহিনীর সমবেত ৩২৭ রানকে তখন বেশ কিছুটা পিছনে ফেলে সেছে ব্রিটিশরা। অবশ্য কেপি ফিরে যাওয়ার পর বেশিক্ষণ স্থায়ী রইল না ইংল্যান্ডের ইনিংস। টেলএন্ডাররা আর মাত্র ৩০ রান যোগ করলেন স্কোরবোর্ডে।