ছত্তিসগড়ে মাও হামলায় মৃত ৬ জওয়ান

ছত্তিসগড়ে মাও হামলায় মৃত ৬ জওয়ান

ছত্তিসগড়ে মাও হামলায় মৃত ৬ জওয়ান ফের মাওবাদী হামলা ছত্তিসগড়ে। দান্তেওয়াড়ার কাছে বাছেলিতে জাতীয় খনি উন্নয়ন কর্পোরেশন বা এনএমডিসির প্ল্যান্টের কাছে মাওবাদী হামলায় নিহত হলেন ৬ জওয়ান। নিহত হয়েছেন গাড়ি চালকও। গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় জওয়ানদের। রবিবার রাত ৯টা নাগাদ এই হামলা হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে দুপক্ষের মধ্যে।  জওয়ানদের মোট ৬টি অস্ত্র লুঠ করে নিয়ে পালায় মাওবাদীরা। এর মধ্যে একে ৪৭ এবং ইনসাস রাইফেল রয়েছে।  

First Published: Monday, May 14, 2012, 10:30


comments powered by Disqus