Last Updated: October 3, 2011 16:26

কেতন মেহতার ছবি `রঙ্গ রসিয়া` প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হল দ্বিতীয় শিকাগো এশীয় চলচ্চিত্র উত্সব। নন্দনা সেন, রণদীপ হুদা এবং গুলশন গ্রোভার অভিনীত ছবিটি দেখানোর ব্যবস্থা হয়েছিল শিকাগো কালচারাল সেন্টারে। এখানেই আনুষ্ঠানিক ভাবে এশীয় চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন শিকাগো ফিল্ম অফিস-এর ডিরেক্টর রিচ মোসকাল। তিনি বলেন,মার্কিন মুলুকে এশীয় ছবির জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে বলিউডের ভূমিকা অপরিহার্য। উত্সবের সূচনাপর্বে শিকাগো এশীয় চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষের তরফে নন্দনা সেনকে রেড কার্পেট ওয়েলকাম জানানো হয়। তবে ব্যস্ত শুটিং শিডিউলের কারণে গরহাজির ছিলেন গুলশন গ্রোভার ও রণদীপ।
First Published: Monday, October 3, 2011, 16:26