Last Updated: Monday, October 3, 2011, 16:26
কেতন মেহতার ছবি `রঙ্গ রসিয়া` প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হল দ্বিতীয় শিকাগো এশীয় চলচ্চিত্র উত্সব। নন্দনা সেন, রণদীপ হুদা এবং গুলশন গ্রোভার অভিনীত ছবিটি দেখানোর ব্যবস্থা হয়েছিল শিকাগো কালচারাল সেন্টারে। এখানেই আনুষ্ঠানিক ভাবে এশীয় চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন শিকাগো ফিল্ম অফিস-এর ডিরেক্টর রিচ মোসকাল।