উত্তরপ্রদেশের পাশে থাকার আশ্বাস চিদাম্বরমের

উত্তরপ্রদেশের পাশে থাকার আশ্বাস চিদাম্বরমের

উত্তরপ্রদেশের পাশে থাকার আশ্বাস চিদাম্বরমের প্রধানমন্ত্রী আশঙ্কাগ্রস্থ, সমর্থন প্রত্যাহার করেতে পারে সমাজবাদী পার্টি। মনমোহন সিংয়ের এই মন্তব্যের পর দিনই উত্তরপ্রদেশকে সমস্ত রকম আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এদিন উওরপ্রদেশের একটি অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন চিদাম্বরম ও মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। এদিন অখিলেশের ভূয়সী প্রশংসা করেছেন অর্থমন্ত্রী।

চিদাম্বরম বলেন, "তরুণ মুখ্যমন্ত্রী হিসাবে অখিলেশ বেশ ভালই কাজ করছেন। উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নই তাঁদের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের পাশেই আছে।"

তাৎপর্যপূর্ণ ভাবে আজই সমাজবাদী দলের প্রধান মুলায়ম সিং যাদব ইউপিএ থেকে সরে না আসার কথা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, "আমরা চাই না ভারতীয় জনতা দল ও তার শরিকরা সরকার ফেলে দিক।"

First Published: Friday, March 29, 2013, 15:44


comments powered by Disqus