Last Updated: Tuesday, March 19, 2013, 18:19
আচমকাই ইউপিএ ছাড়ার সিদ্ধান্ত ডিএমকের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট থেকে দ্বিতীয় বৃহত্তম শরিকের বেরিয়ে আসা চাপ বাড়িয়েছেন সরকারের স্থায়িত্ব নিয়ে। বিজেপি অনাস্থা আনার তোরজোড় শুরু করছে। যদিও সপা ও বসপা এখনই ইউপিএর হাত ছাড়তে রাজি নয়। চেন্নাই থেকে দিল্লি। এক বৃহত্তম রাজনৈতিক চলচিত্রের চিত্রনাট্যটা ঠিক কিরকম ছিল, দেখে নেব একনজরে---