মুখ তোয়ালে ঢাকা, দমবন্ধ হয়ে মৃত্যু সদ্যোজাতর

মুখ তোয়ালে ঢাকা, দমবন্ধ হয়ে মৃত্যু সদ্যোজাতর

মুখ তোয়ালে ঢাকা, দমবন্ধ হয়ে মৃত্যু সদ্যোজাতরআয়ার গাফিলতিতে এক সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল এমআর বাঙ্গুর হাসপাতালে। পরিবারের অভিযোগ, আয়া শিশুটির মুখ তোয়ালে ঢাকা দিয়ে রাখায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার এমআর বাঙ্গুরে ভর্তি হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ঝুমা দণ্ডপাট। ওই দিন রাতেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও শিশুর দেখাশোনার জন্য ভবানী দাস নামে এক আয়াকে নিয়োগ করেন পরিবারের লোকজন। শুক্রবার সকালে ঝুমাদেবী ঘুম থেকে উঠে দেখেন, বেডের পাশে তাঁর সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে। মুখ তোয়ালে দিয়ে ঢাকা।

পাশের বেডের এক রোগীর থেকে মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে খবরটি জানান ঝুমাদেবী। এরপর পরিবারের লোকজন এসে হাসপাতালে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। ঘেরাও করা হয় হাসপাতালের সুপারকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার ব্যাপক পুলিস বাহিনী। ঝুমাদেবীর দাবি, তাঁর শিশুটি একেবারেই সুস্থ ও স্বাভাবিক ছিল। মুখ তোয়ালে দিয়ে ঢেকে দেওয়াতেই দমবন্ধ হয়ে মারা গিয়েছে তাঁর সন্তান।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আয়া। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির তদন্তে আয়ার গাফিলতি ধরা পড়লে, পলাতক ভবানী দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।






First Published: Friday, February 10, 2012, 20:41


comments powered by Disqus