Last Updated: Wednesday, May 9, 2012, 23:19
ফের স্বাস্থ্য দফতরের অমানবিক মুখ দেখল মহানগর। একের পর এক সরকারি হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর কার্যত বিনা চিকিত্সাতেই মারা গেলেন গুরুতর আহত এক রোগী। ঘাড় ও শিরদাঁড়ার মাঝের হাড় ভাঙা অবস্থায় সোমবার নিমপীঠ হাসপাতালে চিকিত্সার জন্য যান জয়নগরের বাসিন্দা এক ব্যক্তি।