সমাজবাদী পার্টির বিজয়োত্‍সবে গুলি, মৃত্যু কিশোরের

সমাজবাদী পার্টির বিজয়োত্‍সবে গুলি, মৃত্যু কিশোরের

সমাজবাদী পার্টির বিজয়োত্‍সবে গুলি, মৃত্যু কিশোরেরউত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিজোয়ত্‍সবে গুলি চালনায় মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। মঙ্গলবার ভোট গণনা শেষে উত্তরপ্রদেশের ভীমনগর জেলায় সম্ভল কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী ইকবাল মেহমুদের বিপুল ভোটে জয়ের খুশিতে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালানো হয়। সেখানেই গুলি লেগে মৃত্যু হয় দানিয়াল নামে ১২ বছরের এক কিশোরের।

দানিয়ালের বাবা জানান, প্রবল ভিড়ে তিনি বুঝতে পারেননি কে গুলি চালিয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস।





First Published: Tuesday, March 6, 2012, 22:00


comments powered by Disqus