Last Updated: Tuesday, March 6, 2012, 19:56
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিজোয়ত্সবে গুলি চালনায় মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। মঙ্গলবার ভোট গণনা শেষে উত্তরপ্রদেশের ভীমনগর জেলায় সম্ভল কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী ইকবাল মেহমুদের বিপুল ভোটে জয়ের খুশিতে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালানো হয়।