মালদহ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এবার শিশু বদলের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এবার শিশু বদলের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এবার শিশু বদলের অভিযোগশিশুবদলের অভিযোগ উঠল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর কালিয়াচক থানার নেহরপুর গ্রামের বাসিন্দা টুনটুনি চৌধুরী প্রসব যন্ত্রণা নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি হন। সন্ধ্যার দিকে তাঁর সিজার অপারেশন হয়। টুনটুনির দাবি, তিনিএকটি পুত্র সন্তান প্রসব করেছেন। তাঁকে তেমনই দেখানো হয়েছিল। কিন্তু পরে হাসপাতালের পক্ষ থেকে টুনটুনির পরিবারকে একটি কন্যা সন্তান দেওয়া হয়।

এর পরেই হাসপাতালের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। কন্যা সন্তানটিকে টুনটুনি এবং তাঁর পরিবার নিতে অস্বীকার করায় আপাতত হাসপাতাল কর্তৃপক্ষই শিশুটিকে লালনপালন করছে। পুলিসও তদন্ত শুরু করেছে। শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন জানিয়েছে তারা।

First Published: Friday, January 3, 2014, 10:34


comments powered by Disqus