child exchange - Latest News on child exchange| Breaking News in Bengali on 24ghanta.com
মালদহ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এবার শিশু বদলের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এবার শিশু বদলের অভিযোগ

Last Updated: Friday, January 3, 2014, 10:34

শিশুবদলের অভিযোগ উঠল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর কালিয়াচক থানার নেহরপুর গ্রামের বাসিন্দা টুনটুনি চৌধুরী প্রসব যন্ত্রণা নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি হন। সন্ধ্যার দিকে তাঁর সিজার অপারেশন হয়। টুনটুনির দাবি, তিনিএকটি পুত্র সন্তান প্রসব করেছেন। তাঁকে তেমনই দেখানো হয়েছিল। কিন্তু পরে হাসপাতালের পক্ষ থেকে টুনটুনির পরিবারকে একটি কন্যা সন্তান দেওয়া হয়।