Last Updated: January 28, 2012 23:40

বর্ধমান মেডিক্যাল কলেজে শিশু চুরির অভিযোগ উঠল। বুদবুদ থানার সুকান্তনগরের বাসিন্দা রুবি দেবীর অভিযোগ, তাঁর শিশুকন্যাকে চুরি করেছে হাসপাতালের কর্তব্যরত নার্সরা।
কয়েকদিনআগে রুবি দেবী এই হাসপাতালে একটি শিশুকন্যা প্রসব করেন। এরপর মা এবং শিশুকে আলাদা করে রাখা হয়। শুধুমাত্র খাওয়ানোর সময় শিশুকে নিয়ে আসা হোত বলে জানিয়েছেন রুবি দেবী। গতকালও সন্ধের পর শিশুকে তাঁর কাছে খাওয়াতে নিয়ে আসেন কর্তব্যরত নার্সরা। কিন্তু রাতে রুবি দেবী এবং তাঁর পরিবারকে জানিয়ে দেওয়া হয়, শিশুকন্যাটি মারা গেছে। এরপর ওয়ার্ড থেকে রুবি দেবীকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, শিশু মৃত্যুর কথা বলা হলেও শিশুর দেহ তাঁদের দেওয়া হয়নি। শনিবার রুবি দেবী এবং তাঁর আত্মীয়রা ওয়ার্ড মাস্টারের কাছে নার্সদের বিরুদ্ধে শিশুচুরির অভিযোগ করেন। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
First Published: Saturday, January 28, 2012, 23:40