Last Updated: May 23, 2012 21:26

ফের বড় সাফল্য পেল আমিরের `সত্যমেব জয়তে`। বহু আলোচিত এই শো থেকে আমিরের আবেদনের পর বুধবার পার্লামেন্টে পাশ হল `প্রোটেকশন অফ চাইল্ড এগেইসন্ট সেক্সুয়াল অফেনসেস বিল`।
সপ্তাহখানেক আগে শো-এর দ্বিতীয় এপিসোডে `শিশুদের ওপর যৌননিগ্রহ` বিষয়ে আলোচনা করেন তিনি। দেখা যায় শিশুদের যৌন নিগ্রহ থেকে বাঁচানোর জন্য তেমন কোনও কড়া আইনই নেই দেশে। এর পর পার্লামেন্টে ঝুলে থাকা বিলটি পাশ করার আবেদন জানান আমির। এর পর বুধবার বিলটি পার্লামেন্টে পাশ হয়। এর পর আমির তাঁর ব্লগে জানিয়েছেন, "দারুন খবর! দারুন খবর! লোকসভায় চাইল্ড প্রোটেকশন বিল পাশ হয়ে গিয়েছে।
First Published: Wednesday, May 23, 2012, 21:26