Last Updated: Wednesday, May 9, 2012, 21:51
শিরোনামে আসতে যে কোনও কিছু করতে প্রস্তুত একজন। অন্যজন সচরাচর এড়িয়ে চলেন বিতর্ক। কিন্তু তাতেও রাখির হাত থেকে নিষ্কৃতি পেলেন না আমির। শিরোনামে আসতে এবার মিস্টার পারফেকশনিস্টেরই ঘাড় মটকালেন বলিউডের এই আইটেম গার্ল। বললেন, তাঁর অনুষ্ঠান রাখি কি ইনসাফের কনসেপ্ট চুরি করেছেন আমির।