নতুন প্রতিভার সন্ধানে চিমা

নতুন প্রতিভার সন্ধানে চিমা

নতুন প্রতিভার সন্ধানে চিমাবাংলা থেকে তরুণ ফুটবলার তুলে আনার জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন একদা ময়দান কাঁপানো স্ট্রাইকার চিমা ওকেরি। শহর থেকে দূরে সবার অলক্ষ্যে তরুণ প্রতিভা তুলে আনার কাজ চালিয়ে যাচ্ছেন একদা ময়দান কাঁপানো এই স্ট্রাইকার। ফুটবলকে বিদায় জানালেও,এই শহরকে ভোলেননি নাইজেরীয় গোলমেশিন। নিজের মত করে পাশে দাঁড়িয়েছেন দুঃস্থ শিশুদের। হাওড়ায় একটি ফুটবল ক্লিনিকে কোচিং করান চিমা। শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়। বুট, ফুটবল কিনে দিয়ে ছোট ছোট শিশুদের উত্‍সাহিত করেন ফুটবলে। শুধু হাওড়া নয়, মুম্বই, গোয়ায় এরকম আরও দু`টি ফুটবল ক্লিনিক চালান চিমা ওকেরি। চিমা স্বীকার করছেন,বাংলায় প্রতিভার কোন অভাব নেই। তবে মানছেন, ফুটবল প্রশিক্ষণের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা। তাই বাংলা শিখতে চান চিমা।

First Published: Tuesday, April 10, 2012, 23:12


comments powered by Disqus