Last Updated: Tuesday, April 10, 2012, 23:12
বাংলা থেকে তরুণ ফুটবলার তুলে আনার জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন একদা ময়দান কাঁপানো স্ট্রাইকার চিমা ওকেরি। শহর থেকে দূরে সবার অলক্ষ্যে তরুণ প্রতিভা তুলে আনার কাজ চালিয়ে যাচ্ছেন একদা ময়দান কাঁপানো এই স্ট্রাইকার।