মার্কিনি ঠান্ডাকে টেক্কা দিচ্ছে চিনা শীতও

মার্কিনি ঠান্ডাকে টেক্কা দিচ্ছে চিনা শীতও

মার্কিনি ঠান্ডাকে টেক্কা দিচ্ছে চিনা শীতও জমে বরফ আস্ত একটা শহর। উত্তর চিনের হুলুনবিয়ার শহরের তাপমাত্রা মাইনাস ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের এত নিচে তাপমাত্রা আগে কখনও নেমেছে বলে মনে করতে পারছেন না বাসিন্দারা। চারিদিক ঢাকা পড়েছে বরফের সাদা চাদরে। রাস্তায় যানবাহন প্রায় নেই। বাস পরিষেবা প্রায় বন্ধ। ট্রেন চলছে।

একে হাড়কাঁপানো ঠাণ্ডা, তারমধ্যে সকাল দিকে ঘন কুয়াশা। দৃশ্যমানতা থাকছে ৫০ মিটারের কম। কনকনে ঠাণ্ডা থেকে এখুনি রেহাই মেলার আশা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উপরন্তু তাপমাত্রার পারদ আরও কয়েক ধাপ নামতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

First Published: Friday, January 10, 2014, 23:17


comments powered by Disqus