Last Updated: Friday, January 10, 2014, 23:17
জমে বরফ আস্ত একটা শহর। উত্তর চিনের হুলুনবিয়ার শহরের তাপমাত্রা মাইনাস ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের এত নিচে তাপমাত্রা আগে কখনও নেমেছে বলে মনে করতে পারছেন না বাসিন্দারা। চারিদিক ঢাকা পড়েছে বরফের সাদা চাদরে। রাস্তায় যানবাহন প্রায় নেই। বাস পরিষেবা প্রায় বন্ধ। ট্রেন চলছে।