Last Updated: October 6, 2011 08:50

গুপ্তচর সন্দেহে চিনের এক নাগরিকে গ্রেফতার করা হয়েছে রাশিয়ায়। ঘুষ দিয়ে তিনি ক্ষেপণাস্ত্র সংক্রান্ততথ্য যোগাড় করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ । ধৃতের নাম তুন শেনিউন । তিনি মস্কোয় দোভাষীর কাজ করতেন। গত বছর ২৮ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল। এতদিন বাদে সেই তথ্য সংবাদমাধ্যমকে জানান হল। সোভিয়েত জমানার ক্ষেপণাস্ত্র এস-৩০০ -র প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল তুন শেনিউন। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি ব্যুরোর দাবি,চিনের নিরাপত্তা মন্ত্রকের নির্দেশেই তুন শেনিউন গুপ্তচরবৃত্তি করছিল। চিনের পক্ষ থেকে এব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়াই চিনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকে। চুক্তি অনুযায়ী চিনেও ওই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। রাশিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্রের বদলে এখন এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
First Published: Thursday, October 6, 2011, 08:50