Last Updated: Thursday, October 6, 2011, 08:50
গুপ্তচর সন্দেহে চিনের এক নাগরিকে গ্রেফতার করা হয়েছে রাশিয়ায়। ঘুষ দিয়ে তিনি ক্ষেপণাস্ত্র সংক্রান্ততথ্য যোগাড় করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ । ধৃতের নাম তুন শেনিউন । তিনি মস্কোয় দোভাষীর কাজ করতেন। গত বছর ২৮ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল। এতদিন বাদে সেই তথ্য সংবাদমাধ্যমকে জানান হল।