মালয়েশিয়ার নিখোঁজ বিমান রহস্য: MH370 -এর আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন

মালয়েশিয়ার নিখোঁজ বিমান রহস্য: MH370 -এর আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন

মালয়েশিয়ার নিখোঁজ বিমান রহস্য:  MH370 -এর আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH370 আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চিন। মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রী হিশাম্মুদ্দিন হুসেন শনিবার এই খবর জানান।

কুয়ালা লামপুরে সাংবাদিকদের হিশাম্মুদ্দিন জানিয়েছেন চিনা রাষ্ট্রদূতের কাছে কিছু উপগ্রহ চিত্র এসেছে। এই ছবি গুলিতে দেখা যাচ্ছে চিন সাগরের দক্ষিণ করিডরে কিছু বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। চিনা সরকার জানিয়েছে এই ভাসমান বস্তুগুলির উদ্দেশ্যে দ্রুত জাহাজ পাঠানো হবে।

কতগুলো ভাসমান বস্তুকে দেখতে পাওয়া গেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রী জানিয়েছেন একটি বস্তু লম্বায় ৭২ ফুট ও চওড়ায় ৯৮ ফুট।

১৪ দিন আগে স্থানীয় সময় রাত পৌনে একটা নাগাদ কুয়ালালামপুর থেকে বেজিংয়ে রওনা দেয় বিমানটি৷ বিমানে ৫ ভারতীয় সহ ২৩৯ জন যাত্রী ছিলেন৷ রাত পৌনে তিনটে নাগাদ সুবাং এয়ার ট্রাফির কন্ট্রোলের সঙ্গে বিমাটির যোগাযোগ ছিন্ন হয়ে যায়৷ তারপর থেকেই বাড়তে থাকে রহস্য৷ শুরু হয় তল্লাসি৷ তল্লাসির সময় দক্ষিণ উপকূলে ভাসমান তেল ও ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে বলে দাবি করে ভিয়েতনামের একটি অনুসন্ধান দল৷ কিন্তু পরীক্ষার পর জানা যায়, ওই তেল বা ধ্বংসাবশেষ নিখোঁজ বিমানের নয়৷

First Published: Saturday, March 22, 2014, 17:28


comments powered by Disqus