Last Updated: Sunday, March 23, 2014, 21:28
চিনের পর এবার ফ্রান্স। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের হদিশ পেতে এবার উপগ্রহ চিত্র পাঠালো ফ্রান্স। আর এই ছবিতেও নির্দেশ সেই ভারত মহাসাগরের দক্ষিণ অংশই। বসে নেই অস্ট্রেলিয়াও। প্রায় একই জায়গায় কাঠের কার্গোর সন্ধান পেয়েছে বলে জানিয়েছে তারাও। ওই কার্গোতে বেল্ট আর স্ট্র্যাপ জড়ানো রয়েছে বলেও দাবি করেছে অসি এয়ারক্র্যাফ্টের।