Chitfund scam, mamata takes on UPA

চিটফাণ্ড ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

চিটফাণ্ড ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হাওড়ার বালিতে দলীয় প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় তৃণমূল নেত্রী বলেন, চিটফাণ্ড যখন কেন্দ্রের, তখন সেগুলি দেখার দায়িত্বও কেন্দ্রের। এপ্রসঙ্গে তিনি রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির নাম উল্লেখ করে বলেন, চিটফাণ্ড সংক্রান্ত আইন যারা তৈরি করে, তাদেরই উচিত্‍ চিটফাণ্ডগুলির উপর নজর রাখা।

নিজের বক্তব্যে ইউপিএ সরকারের কেলেঙ্কারির বিরুদ্ধেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষে তিনি কিছু সংবাদমাধ্যমেরও সমালোচনা করে বলেন, তারা সরকারের ভাল কাজের প্রশংসা না করে কেবলই কুত্‍সা ছড়ায়। তারা পেড নিউজ পরিবেশন করে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

First Published: Sunday, April 27, 2014, 12:16


comments powered by Disqus