Last Updated: Saturday, May 3, 2014, 23:01
বাংলার ছটায় উজ্বল জাতীয়চলচ্চিত্র পুরষ্কারের ম়ঞ্চ। প্রাপকদের হাতে আজ জাতীয় পুরষ্কার তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালক, গায়ক, পোশাক পরিকল্পনা এবং মেকআপ, এই চারটি বিভাগেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল জাতিস্মর। সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছিল - বাকিটা ব্যক্তিগত। না বাঙ্গারু থেল্লি -ছবিতে আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন শান্তুনু মৈত্র। এ তুমি কেমন তুমি -গানে জাতীয় পুরস্কারের ম়ঞ্চ মাতিয়ে দিলেন রূপঙ্কর। ওই ছবিতেই সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন কবীর সুমন।