Last Updated: July 27, 2012 18:04

তৃতীয় লিঙ্গ সেক্সুয়ালিটির ভূমিকায় ঋতুপর্ণ ঘোষের তৃতীয় ছবি চিত্রাঙ্গদা। আগামিকাল দিল্লিতে ওসিয়ান সিনেফ্যান চলচ্চিত্র উত্সবে প্রিমিয়ার হতে চলেছে `চিত্রাঙ্গদা`র। তারপরই কানাডার ভ্যাঙ্কোভারে দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবে পাড়ি দিতে চলেছে `চিত্রাঙ্গদা`।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য চিত্রাঙ্গদার মূল বিষয়হস্তুর ওপর নির্ভর তৈরি ছবি হলেও সম্প্রতিকালের প্রেক্ষাপটেই তৈরি ঋতুপর্ণর আগামী ছবি। ছবির শুরু পৌরাণিক প্রেক্ষাপটে। তৃতীয় পাণ্ডব অর্জুন আর মণিপুরের বীর কন্যা চিত্রাঙ্গদার প্রেম নিয়ে ছবির কিছুটা যা পরবর্তিকালে জেন্ডর আর সেক্সুয়ালিটি দিকে এগিয়ে যাবে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও কোরিওগ্রাফির দায়িত্বও সামলেছেন ঋতুপর্ণ। যীশু সেনগুপ্তকে দেখা যাবে একজন ড্রামারের ভূমিকায়।
১২তম ওসিয়ান সিনেফ্যান চলচ্চিত্র উৎসবে `স্বাধীন মতপ্রকাশ` বিভাগে দেখানো হবে `চিত্রাঙ্গদা`। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসব ও দ্বাদশ নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল `চিত্রাঙ্গদা`। কৌশিক গাঙ্গুলির `আর একটি প্রেমের গল্পো` ও `মেমরিজ ইন মার্চ` ছবিতেও তৃতীয় লিঙ্গ সেক্সুয়ালিটির ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ।
First Published: Friday, July 27, 2012, 18:08