Chnada gyane

পর্বতকন্যা EXCLUSIVE: ইয়ালুংখাং যাওয়ার অনুমতি ছিল একমাত্র ছন্দার কাছে, রুদ্ধশ্বাস অভিযানের বিবরণ রাজীবের বয়ানে

২০১৪-র ইয়া লুং খাং অভিযানের জন্য সারা বিশ্বে একজনই অনুমতি পেয়েছিলেন। তিনি ছন্দা গায়েন। সেকারণেই পশ্চিম শৃঙ্গ জয়ের ব্যাপারে একরোখা ছিলেন হাওড়ার শিখরকন্যা। তাই কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরেই রওনা দিয়েছিলেন আরেকটা শৃঙ্গের দিকে। চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এসে জানালেন সহ-অভিযাত্রী রাজীব ভট্টাচার্য।

এই সেই ইয়া লুং খাং শৃঙ্গ। যার টানে কাঞ্চনজঙ্ঘা জয় করেই আবার নতুন শিখরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ছন্দা গায়েন। এই ইয়া লুং খাংয়ের পথ থেকেই নিরুদ্দেশ হয়ে যান তিনি।

কাঞ্চনজঙ্ঘা অভিযান এভারেস্টের চেয়েও কঠিন। ধকল অনেক বেশি। তা জেনেও কেন একটা শৃঙ্গ জয় করেই আরেকটার পথে পা বাড়িয়েছিলেন ছন্দা? তুষার সাম্রাজ্যে তাঁর অন্তর্ধানের পর থেকে এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। একটা শৃঙ্গ জয় করেই আরেকটার দিকে এভাবে পা বাড়ানো যে ঠিক হয়নি, সেকথা বলেছেন তাবড় পর্বতারোহীরাও। নিষেধও করেছিলেন অনেকে। কিন্তু ছন্দা শোনেননি। ইয়া লু খাংয়ের জন্য কেন এতটা মরিয়া ছিলেন শিখরকন্যা?

হাওড়ার কোনার বাগপাড়ার সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পর্বত অভিযানের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি ছন্দাকে। বহু কষ্টে স্পনসর জোগাড় করেছিলেন। ভবিষ্যতে স্পনসর না জোটে, এই চিন্তা থেকেই কি এক যাত্রায় দুই শৃঙ্গ জয় করতে চেয়েছিলেন ছন্দা?

গত বছর এভারেস্ট জয়ের পরে পরেই লুতসে শৃঙ্গ জয় করেছিলেন ছন্দা গায়েন। সেই আত্মবিশ্বাস তাঁর সাহস বাড়িয়ে দিয়েছিল। সঙ্গে ছিল ভবিষ্যতে স্পনসর না পাওয়ার দুশ্চিন্তা। সেকারণেই বিপদ অগ্রাহ্য করে ইয়া লুং খাংয়ের দিকে পা বাড়িয়েছিলেন তিনি। আর তারপরেই নিরুদ্দেশ হয়ে গেলেন।

First Published: Sunday, June 1, 2014, 21:00


comments powered by Disqus