Last Updated: Sunday, June 1, 2014, 21:00
২০১৪-র ইয়া লুং খাং অভিযানের জন্য সারা বিশ্বে একজনই অনুমতি পেয়েছিলেন। তিনি ছন্দা গায়েন। সেকারণেই পশ্চিম শৃঙ্গ জয়ের ব্যাপারে একরোখা ছিলেন হাওড়ার শিখরকন্যা। তাই কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরেই রওনা দিয়েছিলেন আরেকটা শৃঙ্গের দিকে। চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এসে জানালেন সহ-অভিযাত্রী রাজীব ভট্টাচার্য।