Last Updated: February 9, 2013 11:06
আজ ৯ ফেব্রুয়ারি। চকলেট ডে। প্রেম আর চকলেটের সম্পর্কটা এমনিতেই চিরন্তন। পুরনো প্রেমে রাগ ভাঙাতে বা নতুন প্রেম জমাট করতে চকলেট মাস্ট। ঠোঁট ফোলানো অভিমানি বা চশমা আঁটা গম্ভীর, আপনার প্রেমিকা যেমনই হোন না কেন, চকলেটের মিষ্টি ছোঁয়াতে তার মুখে মিষ্টি হাসি ফুটবেই। বছরভর প্রেমিকদের কাছ থেকে প্রেমিকারাতো চকলেট পেয়েই থাকেন। আজকের বিশেষ দিনটিতে না হয় আপনি আপনার প্রেমিক প্রবরটিকে চকলেট দিয়ে মিষ্টি মুখ করালেন। দেখবেন এই একদিনের ম্যাজিকে সারা বছর আপনার চকলেট ভাগ্য আরও সুপ্রসন্ন হবেই। চকলেট দিয়ে কাকে ইমপ্রেস করতে চান? এই বিশেষ দিনটিতে আপনার প্ল্যান, অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে। কমেন্ট করুন নীচে।
First Published: Saturday, February 9, 2013, 11:13