Last Updated: Saturday, February 9, 2013, 11:37
রনি ওর নতুন ফাইভ পয়েন্ট ওয়ান জিন্সটা সেদিন ভেঙেও ভাঙল না। সোনলী লাইনারটা সামনের মাসের ১৪ তারিখের জন্য জমিয়ে রেখে দিল। ঠাণ্ডা বিদায় নিতে নিতেই চলে এল ফরটিন্থ ফেব। একটা দিনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় অনেকদিন আগে। পাড়ায় মোড়ের ভুলুদার দোকান থেকে সিসিডি, সর্বত্র লাল রঙের ছোঁয়া। সবটাই একটা দিনের জন্য। ফেব্রুয়ারির একেবারে মাঝেই নাকি প্রেমের দিন। কিন্তু বছর কয়েক আগেও, যখন প্রেমের কোনও একটা বিশেষ দিন ছিল না, তখন কেমন ছিল প্রেমের সংজ্ঞাটা? আমরা কথা বলেছিলাম এমন কয়েকজনের সঙ্গে, যাঁরা বয়সের তোয়াক্কা না করে, এখনও যখন তখন প্রেমের জোয়ারে ভাসতে রাজি। আমরা ধরবার চেষ্টা করেছি তাঁদের সময়টাকে।