Last Updated: January 19, 2014 12:29

শেষ পর্যন্ত অন্যনামে আবেদন করায় সরকারি সিনেমা হলে প্রদর্শনের সুযোগ পেল নন্দীগ্রামের চোখের পানি সিনেমাটি। নন্দীগ্রামের মানুষের লড়াই ও মাওবাদীদের উপস্থিতি নিয়ে তৈরি এই সিনেমাটিকে ঘিরে বিতর্ক বহুদিনের। আর সেই সিনেমাটিই নন্দন ২য়ে দেখানো শুরু হওয়ার পর ফের কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন লেখক।
মাওবাদীদের উপস্থিতিতে আর তাঁদের নেতৃত্বে নন্দীগ্রামের লড়াই-এর ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নন্দীগ্রামের চোখের পানি সিনেমাটি। বেশ কয়েকটি জায়গায় পুরস্কৃত হলেও এরাজ্যে সেই সিনামাটি প্রদর্শনের জন্য কোনও হল-ই পাওয়া যায়নি। বরং চলচ্চিত্র উত্সবের তালিকা থেকে বাদ-ই দিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই সিনেমাটি সাধারণকে দেখানোর জন্য ঘুরপথে উদ্যোগী হন উদ্যোক্তারা।
পরিচালক বলেছেন, "মানিক মণ্ডল নামে আপত্তি, তাই অন্য একজনের নামে আবেদন করেছিলাম।"
তত্কালীন বাম সরকারের সমালোচনা থাকলেও নন্দীগ্রামে বর্তমান শাসক দল ও মাওবাদীরা যে মিলেমিশে কাজ করেছিল তা দেখানো হয়েছে এই ছবিতে। আর সেখানেই আপত্তি বলে জানা গেছে।
First Published: Sunday, January 19, 2014, 12:29