Last Updated: Sunday, January 19, 2014, 12:29
শেষ পর্যন্ত অন্যনামে আবেদন করায় সরকারি সিনেমা হলে প্রদর্শনের সুযোগ পেল নন্দীগ্রামের চোখের পানি সিনেমাটি। নন্দীগ্রামের মানুষের লড়াই ও মাওবাদীদের উপস্থিতি নিয়ে তৈরি এই সিনেমাটিকে ঘিরে বিতর্ক বহুদিনের। আর সেই সিনেমাটিই নন্দন ২য়ে দেখানো শুরু হওয়ার পর ফের কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন লেখক।